মুম্বই : 2012 সালে 'ককটেল' ছবিটা বদলে দিয়েছিল দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারগ্রাফ । হোমি আদাজানিয়া পরিচালিত সেই ছবি বেশ ভালো ফল করে বক্স অফিসে । আর তারপর থেকে দীপিকার কোনও ফিল্ম ফ্লপ করেনি । এক সময়ে দীপিকাকে বলিউডের 'ফিমেল খান' বলে ডাকা শুরু হয়েছিল । সেই দীপিকা প্রথম হোঁচট খেলেন 'ছপাক'-এ এসে, আট বছর পর তাঁর প্রথম ফ্লপ ছবি । এই কারণেই কি ফিল্মফেয়ারের লাইমলাইট থেকে দূরে রইলেন দীপিকা ? প্রশ্ন তুলছেন সিনেপ্রেমীদের একাংশ ।
এই এতগুলো বছর ধরে শুধুমাত্র বক্স অফিস হিট নয়, সমালোচকদের মনও কেড়েছিলেন দীপিকা । 'চেন্নাই এক্সপ্রেস', 'পিকু', 'বাজিরাও মস্তানি'-র মতো ছবি দিয়ে তিনি নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছিলেন । দীপিকা যেই ছবিতে থাকতেন, সেই ছবির ফোকাল পয়েন্ট তিনিই হয়ে উঠতেন । সেই দীপিকার অন্যতম চ্যালেঞ্জিং ছবি 'ছপাক' মাত্র 55 কোটি টাকা উপার্জন করেছে বক্স অফিসে । সমালোচকদের থেকেও মিক্সড রিভিউ পেয়েছে । স্বাভাবিকভাবেই এটা একটা ধাক্কা কোনও প্রথম সারির অভিনেত্রীর কাছে । তাছাড়া এই ছবির মাধ্যমেই তিনি প্রথম প্রযোজনা করা শুরু করেছিলেন । ফলে আর্থিক ক্ষতিও হয়েছে অনেক ।