মুম্বই : অনেক দিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে তাঁদের । কবে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়বেন সেই অপেক্ষা করছেন ফ্যানরা । তবে তাঁদের বিয়ের যে খুব একটা দেরি নেই সেকথা খোলসা করেছেন দীপিকা পাডুকোন ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, আয়ুষ্মান খুরানা ও মনোজ বাজপেয়ী । সেখানেই সঞ্চালক দেবেরাকোন্ডাকে জিজ্ঞাসা করেন, অনুষ্ঠানে উপস্থিত কার থেকে ভারতীয় সিনেমা সম্পর্কে পরামর্শ নিতে চান তিনি । তখন তিনি বলেন, "এখানে উপস্থিত অনেকের প্রতিই আমার দুর্বলতা ছিল । দীপিকা ও আলিকাকে আমার ভালো লাগত । দীপিকার বিয়ে হয়ে গেছে ।"
তাঁর এই উত্তরের প্রেক্ষিতেই হঠাৎ দীপিকা বলে ফেলেন, "আলিয়া বিয়ে করতে চলেছে ।" সঙ্গে সঙ্গে আলিয়া বলেন, "এভাবে বিষয়টাকে ঘোষণা কেন করছ ?" এরপর কথাটি ঘুরিয়ে দীপিকা বলেন, "মুখ ফসকে বলে ফেলেছি ।"