পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুখ ফসকে আলিয়ার বিয়ের কথা বলে ফেললেন দীপিকা !

একটি সাক্ষাৎকারে হঠাৎই আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের কথা বলে ফেললেন দীপিকা । পরে অবশ্য বিষয়টা সামলে নেন তিনি ।

Ranbir
fg

By

Published : Nov 26, 2019, 2:06 PM IST

মুম্বই : অনেক দিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে তাঁদের । কবে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়বেন সেই অপেক্ষা করছেন ফ্যানরা । তবে তাঁদের বিয়ের যে খুব একটা দেরি নেই সেকথা খোলসা করেছেন দীপিকা পাডুকোন ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, আয়ুষ্মান খুরানা ও মনোজ বাজপেয়ী । সেখানেই সঞ্চালক দেবেরাকোন্ডাকে জিজ্ঞাসা করেন, অনুষ্ঠানে উপস্থিত কার থেকে ভারতীয় সিনেমা সম্পর্কে পরামর্শ নিতে চান তিনি । তখন তিনি বলেন, "এখানে উপস্থিত অনেকের প্রতিই আমার দুর্বলতা ছিল । দীপিকা ও আলিকাকে আমার ভালো লাগত । দীপিকার বিয়ে হয়ে গেছে ।"

তাঁর এই উত্তরের প্রেক্ষিতেই হঠাৎ দীপিকা বলে ফেলেন, "আলিয়া বিয়ে করতে চলেছে ।" সঙ্গে সঙ্গে আলিয়া বলেন, "এভাবে বিষয়টাকে ঘোষণা কেন করছ ?" এরপর কথাটি ঘুরিয়ে দীপিকা বলেন, "মুখ ফসকে বলে ফেলেছি ।"

কয়েক দিন আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল আলিয়া-রণবীরের বিয়ের ভুয়ো নিমন্ত্রণ পত্র । তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি এই তারকা জুটি । কিন্তু, দু'জনের একসঙ্গে ঘুরতে যাওয়া, একে অপরের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো বিষয়টিকে আরও উসকে দিয়েছিল । তারপর দীপিকার এই মন্তব্য ফের তাঁদের বিয়ের প্রসঙ্গকে আরও একবার উসকে দিল ।

ক্যারিয়ারের প্রায় শুরুর দিকে রণবীরের সঙ্গে ডেট করতেন দীপিকা । প্রায় দু'বছর পর তাঁদের সম্পর্ক ভেঙে যায় । এরপর রণবীর সিংকে বিয়ে করেন তিনি । অন্যদিকে কিছুদিনের জন্য ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রণবীর কাপুর । সেটিও বেশিদিন স্থায়ী হয়নি । তারপরই আলিয়ার সঙ্গে ডেট শুরু করেন তিনি ।

কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আলিয়া ও রণবীর কাপুর । অন্যদিকে, '৮৩' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা ও রণবীর সিং ।

ABOUT THE AUTHOR

...view details