মুম্বই : দিনকয়েক আগে থেকেই একটা জল্পনা চলছে যে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না অভিনেত্রী দীপিকা পাডুকোন। কারণ, তিনি নাকি বিদেশি নাগরিক! কিন্তু, সেই জল্পনা উড়িয়ে দিয়েই গতকাল ভোট দিলেন অভিনেত্রী।
দীপিকা ভোট দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, "কোনও সন্দেহ আছে কি যে আমি কে বা আমি কোথায় থাকি ? তাই যাঁরা এই বিষয় কনফিউসড, তাঁদের বলি...দয়া করে বিভ্রান্ত হবেন না ! জয় হিন্দ। ভারতীয় হিসেবে গর্ব বোধ করি... গো ভোট।"