মুম্বই : সোশাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে সম্প্রতি। অনেকেই 'ধীমে ধীমে' গানের তালে পা মেলাচ্ছেন ও সেই ভিডিয়ো পোস্ট করছেন। দীপিকাও অংশ নিতে চান এই চ্যালেঞ্জে। সেই কারণে সোজা কার্তিকের থেকে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী।
দীপিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, "কার্তিক তুমি কি আমায় 'ধীমে ধীমে'-র স্টেপ শেখাবে? আমি 'ধীমে ধীমে চ্যালেঞ্জে' অংশগ্রহণ করতে চাই।"