পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কার্তিকের কাছে নাচ শিখবেন দীপিকা?

কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'পতী পত্নী ঔর ওহ'-এর একটি জনপ্রিয় গান 'ধীমে ধীমে'। গানটিতে পারফর্ম করতে দেখা গেছে কার্তিক-ভূমি-অনন্যাকে। কার্তিকের থেকে সেই নাচের তালিম নিতে চান দীপিকা পাড়ুকোন।

Deepika Padukone to Kartik Aryan
Deepika Padukone to Kartik Aryan

By

Published : Nov 30, 2019, 7:03 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে সম্প্রতি। অনেকেই 'ধীমে ধীমে' গানের তালে পা মেলাচ্ছেন ও সেই ভিডিয়ো পোস্ট করছেন। দীপিকাও অংশ নিতে চান এই চ্যালেঞ্জে। সেই কারণে সোজা কার্তিকের থেকে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী।

দীপিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, "কার্তিক তুমি কি আমায় 'ধীমে ধীমে'-র স্টেপ শেখাবে? আমি 'ধীমে ধীমে চ্যালেঞ্জে' অংশগ্রহণ করতে চাই।"

দীপিকার প্রশ্ন

কার্তিক উত্তরও দিয়েছেন এই প্রশ্নের। লিখেছেন, "হ্যাঁ অবশ্যই। আপনি তাড়াতাড়ি তুলে নেবেন জানি। কবে শিখবেন বলুন দীপিকা.."

কার্তিকের উত্তর

1978 সালে 'পতী পত্নী ঔর ওহ'-এর রিমেক এই নতুন ছবি। মুদস্সর আজ়িজ়ের পরিচালনায় তৈরি এই ছবি নিয়ে বেশ কৌতুহল রয়েছে দর্শকের মধ্যে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, রেনু রবি চোপড়া ও কৃষণ কুমার।

'পতী পত্নী ঔর ওহ' মুক্তি পাবে 6 ডিসেম্বর।

ABOUT THE AUTHOR

...view details