পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুষ্কার ফোটোশুট দেখে মুগ্ধ প্রিয়াঙ্কা-দীপিকারা - অনুষ্কা শর্মার ফোটোশুট

গর্ভবতী অনুষ্কা শর্মা প্রতিদিন নতুন নতুন ভাবে অনুপ্রাণিত করছেন তাঁরই মতো সন্তানসম্ভবাদের । এই সময়টা ঘরে বসে না থেকে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন অনুষ্কা । করে ফেলেছেন একটি ফোটোশুটও । তাই দেখে মুগ্ধ দীপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা ।

anushka sharma pregnant photoshoot
anushka sharma pregnant photoshoot

By

Published : Dec 31, 2020, 11:40 AM IST

Updated : Dec 31, 2020, 4:03 PM IST

মুম্বই : ভোগ ইন্ডিয়ার জন্য একটি ফোটোশুট করেছেন অনুষ্কা শর্মা । বড় পেটটাকে নিয়ে কোনও অস্বস্তি নেই তাঁর । বরং সেটাকে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে সামনে এনেছেন অনুষ্কা । পোজ় দিয়েছেন রীতিমতো ।

এই দেখে মুগ্ধ দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, জ়োয়া আখতারের মতো তারকারা । সবাই স্বীকার করে নিয়েছেন যে, এই অবস্থাতেও স্টানিং অনুষ্কা ।

তালিকায় রয়েছেন বিরাট কোহলিও । বউয়ের সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারছেন না ক্রিকেটর । দেখে নিন কয়েকটি কমেন্ট...

অনুষ্কার ছবিতে তারকাদের মন্তব্য..

অনুষ্কা জানিয়েছেন যে, তাঁর এই ফোটোশুট নিজের জন্য । নিজেকে এই বেশে মনে রাখার জন্য । এবং সর্বোপরি জীবনের জন্য । তারকারা ছাড়াও অভিনেত্রীর সোশাল মিডিয়া প্রোফাইল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজ়েনরা ।

Last Updated : Dec 31, 2020, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details