মুম্বই : আপকামিং ছবির শুটিংয়ের জন্য গোয়ায় গিয়েছিলেন দীপিকা পাডুকোন । শকুন বত্রার পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে । ইতিমধ্যেই শেষ হয়েছে এই ছবির শুটিং । আর তাই শুটিং সেরে আজ মুম্বই ফিরলেন তিনি ।
এই ছবিতে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে । আজ সন্ধের দিকে গোয়া থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছান তাঁরা । বিমানবন্দর থেকে সবার প্রথমে বের হতে দেখা যায় দীপিকাকে । ঠিক তাঁর পিছনেই ছিলেন অনন্যা ও সিদ্ধান্ত । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি ।