পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

PM কেয়ার্স ফান্ডে অনুদান দীপিকা-রণবীরের - দীপিকা পাড়ুকোনের খবর

কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তৈরি অনুদান প্রকল্প PM কেয়ার্সে দান করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ।

deepika padukone and ranveer singh donates
deepika padukone and ranveer singh donates

By

Published : Apr 4, 2020, 6:21 PM IST

মুম্বই : এই কঠিন সময়ে দাঁড়িয়ে দেশের অসহায় মানুষগুলোর হাত ধরে বিত্তশালী মানুষেরা । কোরোনাক্রান্ত মানুষদের সঙ্গে লকডাউনে যে সমস্ত দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে, তাদের পাশেও দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরা । এবার সেই তালিকায় যোগ দিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ।

দু'জনেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, "এই সময় দাঁড়িয়ে প্রতিটা টুকরোও কাজে আসে । আমরাও PM কেয়ার্স ফান্ডে আমাদের অংশটুকু দান করলাম । আমরা প্রত্যেকে এই লড়াইয়ে একজোট হয়ে থাকব ও সময়টাকে অতিক্রম করব । জয় হিন্দ । দীপিকা ও রণবীর ।"

একই বিবৃতি হিন্দিতেও পোস্ট করেছেন তাঁরা । দেখে নিন...

বলিউডের অধিকাংশ সেলেব্রিটিই এই লড়াইয়ে সাধারণ মানুষের হাতে হাত মিলিয়েছেন । কেউ ঘোষণা করেছেন তো কেউ করেননি । কয়েকদিন থেকে দীপিকা-রণবীরের অনুদান না দেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল সোশাল মিডিয়ায় । আর ঠিক সেই সময়তেই অভিনেতাদের এই পোস্ট ।

ABOUT THE AUTHOR

...view details