পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিসেম্বরেই বিয়ে রণবীর-আলিয়ার ? - december wedding

চলতি বছরের 21 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে পারেন আলিয়া ও রণবীর । খবর এই লাভবার্ডের ঘনিষ্ঠ মহল সূত্রে । যদিও এ নিয়ে পরিবারের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ।

fd
dfg

By

Published : Apr 3, 2020, 12:02 PM IST

মুম্বই : সব ঠিক থাকলে চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'। শোনা গিয়েছিল, ওইদিনই নাকি এক হতে পারে চারহাত । অন্তত ঘনিষ্ঠ মহলে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন নিতু কাপুর । তবে এখন শোনা যাচ্ছে, 4 ডিসেম্বরের পরিবর্তে 21 ডিসেম্বরই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি ।

আলিয়া আর রণবীরের সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজ়েনদের মধ্যে । তাঁদেরকে কেন্দ্র করে মাঝে মধ্যেই আসছে নিত্য নতুন মুচমুচে খবর । এরই মধ্যে সম্প্রতি সামনে আসে একটি ভিডিয়ো । যেখানে এই দুই লাভ বার্ডকে একই কম্পাউন্ডের মধ্যে দেখতে পাওয়া যায় । সঙ্গে ছিল তাঁদের কুকুর লিওনেল । আর এই ভিডিয়ো সামনে আসার পরই তাঁদের বিয়ের বিষয়টা আরও জোরালো হয়ে ওঠে ।

আলিয়া ও রণবীরের বন্ধুমহলের তরফে জানা গিয়েছে, চলতি বছর ডিসেম্বরেই নাকি এক হচ্ছে চারহাত । এ নিয়ে দুই পরিবারের মধ্যেও চলছে কথাবার্তা । আরও জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল যে তাঁরা ডেস্টিনেশন ওয়েডিং করবেন । কিন্তু, পরে ঠিক হয় মুম্বইতেই বিয়ে সারবেন তাঁরা । ঋষি কাপুরের শরীরও এখন একটু ভালো রয়েছে । তাই এই বছরেরই বিয়েটা সেরে ফেলতে চাইছে কাপুর ও ভাট পরিবার ।

সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে 21 ডিসেম্বর । চারদিন ধরে চলবে অনুষ্ঠান । তবে বিয়ের জন্য প্রাথমিকভাবে এই তারিখ ঠিক করা হয়েছে । পরে পরিবর্তন হতেই পারে বিয়ের তারিখে ।

যদিও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভাট ও কাপুর পরিবারের সদস্যরা । এমনকী, এ নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া-রণবীরও । তবে গুঞ্জন চলছেই নেটিজ়েনদের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details