মুম্বই : সন্তানের জীবনে মায়ের অবদান অনেকটাই । যা কখনওই অস্বীকার করা সম্ভব নয় । তারকাদের সাফল্যের পিছনেও তাঁদের মায়েদের অবদান রয়েছে । আগামীকাল মাদার্স ডে । আর সেই উপলক্ষ্য়ে নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি । শুধু ছোটো থেকে বড় করাই নয়, দেবিনার ক্যারিয়ারে সাফল্যের পিছনে অবদান রয়েছে তাঁর মায়ের ।
দেবিনা বলেন, "একজন অভিনেত্রী হওয়ার জন্য আমার যা যা কিছু প্রয়োজন সেই সব দাবিই পূরণ করেছে আমার মা । ছোটো থেকেই সিনেমা আমার খুবই ভালো লাগত । আর আমি সব সময়ই সিনেমায় অভিনেত্রীরা যেসব পোশাক পরতেন সেগুলি পরার জন্য বায়না করতাম । মনে আছে 'বাজ়িগর' ছবিতে কাজল হল্টার নেক দেওয়া একটি পোশাক পরেছিলেন । যা আমার খুবই পছন্দ হয় । এরপর মা সেই ধরনের পোশাক তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে আনে । তারপর ওই ধরনের পোশাক আমাকে বানিয়ে দেয় ।"