মুম্বই : কয়েকদিন আগেই DDLJ পূর্ণ করেছে 25 টা বছর । কিন্তু, এতকাল ধরে এই ছবির ক্রেজ়, উন্মাদনা একটুও কমেনি । রাজ-সিমরনের প্রেম যে আজও কত জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না । তাদের প্রেম দেখতে টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা হলে আসেন দর্শক ।
তাই মুম্বইতে সিনেমা হল খুলতেই মারাঠা মন্দিরে দেখানো শুরু হল শাহরুখ-কাজলের 'DDLJ' । টানা আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সিনেমা হল । যদিও হলে দর্শক টানার ব্যাপারে সন্দেহ রয়েছে, তবুও মারাঠা মন্দিরে DDLJ-র স্ক্রিনিং শুরু করে দিল হল-মালিক ।