কলকাতা : চিকিৎসকের নাম ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। ১৯৭৮ সালে পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়েছিল তাঁর হাতে। সে সময় প্রযুক্তি ততটা উন্নত ছিল না। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করেন বাংলার এই সন্তান।
সুভাষ মুখোপাধ্যায়ের টেস্ট টিউব বেবি দুর্গার জন্মের ৬৭ দিন কেটে যায়। তারপর জন্ম নেয় ইংল্যান্ডের প্রথম টেস্টটিউব বেবি। যাকে পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক স্বীকৃতির আড়ালেই থেকে যান সুভাষ মুখোপাধ্যায়।
কমলেশ্বরের ছবিতে বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির গল্প, প্রযোজনায় সঞ্জয়লীলা - Debut of Kamaleshwar in Bollywood
রাজ্য এখন ডাক্তার নিগ্রহের ঘটনায় তোলপাড়। এরই মাঝে জানা গেল এক চিকিৎসকের অসাধারণ বলিদানের উপর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আরও বড় খবর, এই ছবির প্রযোজক সঞ্জয়লীলা বনশালী।
কমলেশ্বর মুখোপাধ্যায়
আরও পড়ুন : গিরীশদা রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলতেন : প্রবীর গুহ
এই বঞ্চনার কারণ অবশ্যই সুভাষের সহকর্মীদের প্রবঞ্চনা। এই বিশ্বাসঘাতকতায় আত্মহত্যা করেছিলেন প্রতিভাবান সুভাষ। তাঁরই জীবনীকে সেলুলয়েডের পরদায় তুলে ধরতে চলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি তৈরি হবে হিন্দি ভাষায়। সে অর্থে এটি বলিউডে কমলেশ্বরের ডেবিউ। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং।
Last Updated : Jun 12, 2019, 7:59 PM IST