মুম্বই : অনেক মহিলার কাছেই অনুপ্রেরণার অন্য নাম সুস্মিতা সেন । একাধিক মডেলই হতে চান তাঁর মতো । সম্প্রতি মেয়েও তাঁর প্রশংসা করেছে । আর তাতে আবেগঘন হয়ে পড়েন সুস্মিতা । ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ারও করেন তিনি ।
সুস্মিতা সেনের দুই মেয়ে । রেনে ও আলিশা । জন্ম অবশ্য তিনি দেননি । কিন্তু, জন্মদাত্রী মায়ের থেকে কোনও অংশে কম যান না । 2000 সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা । এরপর 2010 সালে আলিশাকে । আর আলিশার স্কুলে সম্প্রতি সন্তান দত্তক নেওয়ার উপর একটি রচনা লিখতে বলা হয়েছিল । সেখানে 10 বছর বয়সী আলিশা নিজের অভিজ্ঞতার কথা বলেছে । লিখেছে, "এভাবে একজনের জীবন দান করে তাকে তুমি রক্ষা করলে ।"