শ্রীনগর : 18 বছরের জ়ায়রা তাঁর ফেসবুকে একটি পোস্ট করে সিনেমা জগৎ থেকে দূরে থাকার কথা জানালেন । তিনি লেখেন, "পাঁচ বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবন পুরো পালটে দিয়েছে । আমি বলিউডে আসি । এটি আমাকে জনপ্রিয় করে তোলে । আমি এখানে পুরোপুরি মিশে গেলেও এই জায়গার জন্য আমি নই ।"
তাঁর এই পোস্টের পক্ষে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা । তিনি লেখেন, "জ়ায়রার পছন্দ নিয়ে প্রশ্ন করার আমরা কে ? তিনি তাঁর ইচ্ছে মতো জীবন কাটাবেন । আশা করি তিনি যা করবেন তা যেন তাঁকে খুশি রাখে ।"