মুম্বই : এর আগে যতবার বড় পরদায় এসেছেন তিনি, দর্শক সাদরে গ্রহণ করেছেন তাকে। তিনি 'চুলবুল পাণ্ডে'। 'দাবাং 3'-এর ট্রেলারে দাবাংগিরি সলমন খানের। আগের থেকে আরও বেশি 'লার্জার দ্যান লাইফ' অবতারে।
চুলবুল পাণ্ডে কী করে চুলবুল পাণ্ডে হল? ওরকম একজন কঠিন মানুষ হয়ে ওঠার পিছনে ইতিহাসটা কী? উত্তর খুঁজবে 'দাবাং 3'। ট্রেলারে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল।