পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রহস্য-রোমাঞ্চ-হত্যা-মামলা নিয়ে মুক্তি পেল 'ক্রিমিনাল জাস্টিস' ট্রেলার

মুক্তি পেল 'ক্রিমিনাল জাস্টিস' সিজ়ন 2-র ট্রেলার । দেড় মিনিটের টানটান ট্রেলার দেখে সিরিজ়টি দেখার আগ্রহ যেন দ্বিগুণ হয়ে গেল দর্শকের । পঙ্কজ ত্রিপাঠী, কীর্তি কুলহারি, জিশু সেনগুপ্তর মতো তাবড় অভিনেতাদের নিয়ে তৈরি এই সিরিজ় ফের একবার এক 'ওপন অ্যান্ড শাট' কেসের মোড় ঘোরাতে চলেছে, আন্দাজ পাওয়া গেল ট্রেলারেই ।

criminal justice pankaj tripathi
criminal justice pankaj tripathi

By

Published : Dec 11, 2020, 10:34 AM IST

মুম্বই : 'ক্রিমিনাল জাস্টিস' প্রথম সিজ়নের বিশাল সাফল্যের পর দ্বিতীয় সিজ়ন নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল দর্শকের । মুক্তি পেল সেই দ্বিতীয় সিজ়নের ট্রেলার । তবে এটা প্রথম সিজ়নের সিকুয়েল নয় ।

সম্পূর্ণ নতুন এক গল্প নিয়ে মুক্তি পেল সিজ়ন 2-এর ট্রেলার । এক স্ত্রী (কীর্তি ) তার স্বামীকে কুপিয়ে খুন করে । সে নিজে স্বীকারও করে নেয় তার অপরাধের কথা । কিন্তু, এই ঘটনা মানতে নারাজ মাধব মিশ্র । হ্যাঁ, পুরোনো সিজ়নে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সেই আইনজীবী মাধব মিশ্র এই সিজ়নেও জ্বলজ্বলে ।

ফুলশয্যা ছেড়ে পঙ্কজ

ফুলশয্যা ছেড়ে কেস লড়তে চলে আসে মাধব । তবে এসে দ্যাখে এটা তো 'ওপন অ্যান্ড শাট' কেস । অপরাধী তো নিজের অপরাধ কবুল করে নিয়েছে । তাহলে তার কী প্রয়োজন এখানে ?

গুরুত্বপূর্ণ চরিত্রে জিশু

কিন্তু, কেসের মোড় ঘোরে । মাধব কি পারবে অনুরাধা চন্দ্র অর্থাৎ কীর্তিকে ন্যায় দিতে ? তার জন্য অপেক্ষা করতে হবে 24 ডিসেম্বর অবধি । সেদিনই মুক্তি পাবে 'ক্রিমিনাল জাস্টিস' সিজ়ন 2 ।

দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details