মুম্বই : 'ক্রিমিনাল জাস্টিস' প্রথম সিজ়নের বিশাল সাফল্যের পর দ্বিতীয় সিজ়ন নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল দর্শকের । মুক্তি পেল সেই দ্বিতীয় সিজ়নের ট্রেলার । তবে এটা প্রথম সিজ়নের সিকুয়েল নয় ।
সম্পূর্ণ নতুন এক গল্প নিয়ে মুক্তি পেল সিজ়ন 2-এর ট্রেলার । এক স্ত্রী (কীর্তি ) তার স্বামীকে কুপিয়ে খুন করে । সে নিজে স্বীকারও করে নেয় তার অপরাধের কথা । কিন্তু, এই ঘটনা মানতে নারাজ মাধব মিশ্র । হ্যাঁ, পুরোনো সিজ়নে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সেই আইনজীবী মাধব মিশ্র এই সিজ়নেও জ্বলজ্বলে ।