মুম্বই : কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঊর্বশী রটেলা । ত্রাণ তহবিলে 5 কোটি টাকা দান করলেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে ভার্চুয়ালি ডান্স ক্লাসের ব্যবস্থা করেছিলেন ঊর্বশী । তাঁর নাচের ক্লাসে জ়ুম্বা, টাবাটা, লাটিন এই বিভিন্ন ধরনের নাচ শেখানো হয় । প্রায় 18 মিলিয়ন মানুষের সঙ্গে কানেক্ট করেছেন অভিনেত্রী । আর এর মাধ্যমেই 5 কোটি টাকা উপার্জন করেছেন তিনি । পুরো টাকাটাই কোরোনা মোকাবিলায় দান করেছেন ঊর্বশী ।