পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় 5 কোটি টাকা দান করলেন ঊর্বশী - ঊর্বশী রটেলার খবর

কোরোনা মোকাবিলায় 5 কোটি টাকা দান করলেন ঊর্বশী রটেলা । সোশাল মিডিয়ায় ভার্চুয়াল ডান্স ক্লাস করিয়ে এই বিশাল অঙ্কের টাকা উপার্জন করলেন অভিনেত্রী ।

Urvashi donates
Urvashi donates

By

Published : May 11, 2020, 8:52 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঊর্বশী রটেলা । ত্রাণ তহবিলে 5 কোটি টাকা দান করলেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে ভার্চুয়ালি ডান্স ক্লাসের ব্যবস্থা করেছিলেন ঊর্বশী । তাঁর নাচের ক্লাসে জ়ুম্বা, টাবাটা, লাটিন এই বিভিন্ন ধরনের নাচ শেখানো হয় । প্রায় 18 মিলিয়ন মানুষের সঙ্গে কানেক্ট করেছেন অভিনেত্রী । আর এর মাধ্যমেই 5 কোটি টাকা উপার্জন করেছেন তিনি । পুরো টাকাটাই কোরোনা মোকাবিলায় দান করেছেন ঊর্বশী ।

IANS-কে অভিনেত্রী বলেন, "আমি সবার কাছে কৃতজ্ঞ । শুধু অভিনেতা, রাজনীতিবিদ, সংগীতজ্ঞ, খেলোয়াড়রাই নন, সাধারণ মানুষের কাছেও কৃতজ্ঞ । এই সময় সবাইয়ের একসঙ্গে থাকা দরকার । আর কোনও অনুদানই ছোটো নয়, সবাই একসঙ্গে আমরা এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি ।"

কাজের ক্ষেত্রে 'বিট দ্য় ঠুমকা' নামের এক বিয়ের গানে পারফর্ম করতে দেখা গেছে ঊর্বশীকে । গানটি 'ভার্জিন ভানুপ্রিয়া' ছবির ।

ABOUT THE AUTHOR

...view details