মুম্বই : কোরোনা এখনও আমাদের চারিপাশেই রয়েছে । কিন্তু, তা বলে কাজ না করে কতদিন আর ঘরে বসে থাকা যায় ! তাই এই পরিস্থিতির মধ্যেও কাজ করতে হবে । আর তার জন্য নিতে হবে বাড়তি সতর্কতা । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সেই কথাই বুঝিয়েছেন ক্যাটরিনা কাইফ । তাঁর মতে, এখন পোশাক যাই হোক না কেন, কোরোনার হাত থেকে বাঁচতে মেনে চলতে হবে বাড়তি সতর্কতা ।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা । সেখানে সম্পূর্ণ কালো পোশাক পরতে দেখা গিয়েছে তাঁকে । আর তার উপর মাস্ক, ফেস শিল্ড ও পাতলা রোব পরেছেন তিনি । আর এভাবেই বাড়তি সতর্কতা মানতে দেখা গিয়েছে তাঁকে । এই পোশাকে একটি হলের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি ।