চেন্নাই : 'থালাইভি' ফিল্মে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত । লকডাউনের ফলে এখন বন্ধ ফিল্মের শুটিং । তাই প্রোডাকশনের সমস্ত দিনমজুর বা ডেইলি ওয়েজ ওয়ার্কারদের পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত । 5 লক্ষ টাকা দিলেন তাঁদের সাহায্যার্থে ।
শুধু 'থালাইভি' নয়, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য কর্মীদের নিয়েও ভাবলেন কঙ্গনা । FEFSI-এর ত্রাণ তহবিলে দিলেন 5 লক্ষ টাকা । দক্ষিণ ভারতের অনেক তাবড় তাবড় অভিনেতারাও এই ফান্ডে দান করেছেন । যেমন রজনীকান্ত দিয়েছেন 50 লক্ষ টাকা, বিজয় সেতুপতি দিয়েছেন 10 লক্ষ টাকা । দুঃসময় কোনও তারকাই ভোলেননি সেই সমস্ত অসহায় মুখগুলোকে, যাঁদের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি অচল ।