মুম্বই : বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই থাবা বসিয়েছে নভেল কোরোনা ভাইরাস । প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা । এর জেরে বিশ্বে মৃত্যু হয়েছে 6 হাজারেরও বেশি মানুষের । চারিপাশে এখন এই আতঙ্ক গ্রাস করেছে মানুষকে । কোনওরকম ঝুঁকি নিতে চান কেউই । আর সেই কারণেই এবার সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক, ওয়েব সিরিজ় সহ যে কোনও ধরনের শুটিং 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA) ।
গতকাল IMPPA প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করে ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লোয়িজ়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (WIFPA) ও ইন্ডিয়ান ফিল্ম ও টিভি প্রোডিউসার্স কাউন্সিলের (IFPTC) সদস্যরা । সেখানেই 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
তবে 31 মার্চের পর শুটিং শুরু করা যাবে কি না সেটা অবশ্য নির্ভর করছে তখনকার পরিস্থিতির উপর । ফের বৈঠক হবে 30 মার্চ । সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে । পরিস্থিতির উন্নতি হলে তবেই শুরু করা হবে শুটিং ।