মুম্বই : কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন (IFFM)। সাধারণত অগাস্টে হয়ে থাকে এই ফেস্টিভাল । কিন্তু, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে 30 অক্টোবর থেকে 7 নভেম্বরের মধ্যে অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
স্বাস্থ্য সংক্রান্ত সব রকমের নিয়ম মেনেই আয়োজন করা হবে IFFM 2020-র অনুষ্ঠানের । এমনকী, 30 অক্টোবর থেকে 7 নভেম্বরের মধ্যে সব অনুষ্ঠান মিটিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে । আয়োজকদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "শর্ট ফিল্ম ও নাচের প্রতিযোগিতা থাকবে এই অনুষ্ঠানে । যদিও IFFM অ্যাওয়ার্ডস গালার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে 2021 পর্যন্ত ।"
চলতি মাসেই একটা নতুন ইভেন্ট শুরু করেছে এই ফেস্টিভালের আয়োজকরা । IFFM ফিল্ম ক্লাবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সিনেপ্রেমীরা । আর সেখানে ভার্চুয়াল ক্লাসের আয়োজন করা হবে । তার মাধ্যমেই বিভিন্ন পরিচালকের সঙ্গে নিজেদের কাজ শেয়ার করে নিতে পারবেন তাঁরা ।