পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : ঘরেই আইসোলেশনে দিলীপ কুমার

আম জনতা থেকে শুরু করে কোরোনা আতঙ্ক বাসা বেঁধেছে তারকাদের মনেও । আর সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িতেই আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাথা হয়েছে দিলীপ কুমারকে । টুইট করে একথা জানান অভিনেতা নিজেই ।

zxc
zxc

By

Published : Mar 17, 2020, 1:12 PM IST

মুম্বই : দেশে প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তর সংখ্যা । ভারতে এখনও পর্যন্ত 125 জনের শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গেছে । যা চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মনেও । আতঙ্ক গ্রাস করছে সবাইকে । এই ভাইরাস যাতে কোনওভাবে ছুঁতে না পারে তার জন্য আগে থেকেই সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন তারকারা । বিশেষ করে বর্ষীয়ান অভিনেতারা । ব্যতিক্রম নন দিলীপ কুমারও ।

ইতিমধ্যেই নভেল কোরোনা ভাইরাসকে 'প্যানডেমিক' বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সায়রা বানুর মনেও । তাঁর স্বামীকে যাতে এই ভাইরাস কোনওভাবে স্পর্শ করতে না পারে তার জন্য সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থাই নিচ্ছেন তিনি । এমনকী, ঘরের মধ্যেই তিনি সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রেখেছেন দিলীপ কুমারকে ।

গতকাল টুইট করে একথা জানান দিলীপ নিজেই । লেখেন, "কোরোনা আতঙ্কের জন্য বাড়িতেই সম্পূর্ণ আইসোলেশ ও কোয়ারেন্টাইনে রয়েছি । কোনও সংক্রমণ যাতে আমাকে স্পর্শ করতে না পারে তার জন্য কোনও চান্স নিতে চায় না সায়রা ।" পাশাপাশি ভক্তদেরও বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকার পরামর্শ দেন তিনি । এমনকী, স্বাস্থ্য দপ্তরের দেওয়া বিভিন্ন সতর্কতাও সবাইকে মেনে চলার কথা বলেছেন ।

গত সপ্তাহে হঠাৎই দিলীপ কুমারের শরীরের বিভিন্ন অংশে খুব ব্যথা হচ্ছিল । যা নিয়ে চিন্তিত ছিলেন সায়রা বানু । বিষয়টিকে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি । তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে বাড়িতেই আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেন ।

তবে শুধু দিলীপ কুমারই নন । সতর্কতামূলক ব্যবস্থা নেন অমিতাভ বচ্চনও । প্রতি রবিবার জলসায় ফ্যানদের সঙ্গে দেখা করেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে গত রবিবার তা বাতিল করেন । এমনকী, ভক্তদেরও সেখানে না আসার পরামর্শ দেন ।

ABOUT THE AUTHOR

...view details