মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সর্বত্রই । এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে শনিবার 'পিএম কেয়ার্স ফান্ড' তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে সাহায্য করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আবেদনও জানান তিনি । তাঁর এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন বলিউডের একাধিক তারকা । নিজেদের সাহায্য মতো অর্থ সাহায্য করেন তাঁরা ।
প্রথমেই এই তহবিলে সাহায্যের জন্য এগিয়ে আসেন অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান করেন তিনি । টুইট করে তিনি লেখেন, "এমন একটা সময় এসেছে যখন মানুষের জীবনই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । তার জন্য আমাদের যা কিছু সম্ভব সব করতে হবে । আমার সঞ্চয়ের 25 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করছি । আসুন সবাই একসঙ্গে প্রাঁণ বাঁচাই । জীবন থাকলে জগৎও থাকবে ।"
অক্ষয়ের পথ অনুসরণ করেন বলিউডের একাধিক তারকা । প্রধানমন্ত্রীর তহবিলে 30 লাখ টাকা দেন বরুণ ধাওয়ান । টুইট করে তিনি লেখেন, "আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবই । দেশ আছে তো আমরাও আছি..."
নিজের সাধ্যমতো সাহায্যের জন্য এগিয়ে আসেন গায়ক গুরু রণধাওয়া । তহবিলে 20 লাখ টাকা দান করেন তিনি । টুইট করে তিনি লেখেন, "আমার সেভিংস থেকে 20 লাখ টাকা দান করছি । বিভিন্ন শোয়ের মাধ্যমে টাকা উপার্জন করেছি আমি । সেই টাকাই দান করছি..."