পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা পরিস্থিতির জেরে স্থগিত কার্তিকের অ্যাকশন ছবির শুটিং

কার্তিকের এই অ্যাকশন ছবি পরিচালনা করছেন ওম রাউত । প্রযোজনা করবে ভূষণ কুমারের টি-সিরিজ় । ছবির শুটিং হবে ভারত ও বিদেশের বেশ কিছু জায়গায় । সূত্রের খবর, ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করা হবে হংকংয়ে । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এখন সেখানে গিয়ে শুটিং করতে পারবেন না নির্মাতারা । আর সেই কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে এই ছবির শুটিং ।

asd
ad

By

Published : Jun 30, 2020, 7:07 PM IST

মুম্বই : এই মুহূর্তে কার্তিক আরিয়ানের হাতে রয়েছে 'ভুল ভুলাইয়া 2' ও 'দোস্তানা 2'-এর মতো ছবি । এছাড়া একটি অ্যাকশন ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর । যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে কোরোনা পরিস্থিতির জেরে আপাতত ওই ছবির শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা । কারণ ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং করা হবে বিদেশে ।

কার্তিকের এই অ্যাকশন ছবি পরিচালনা করছেন ওম রাউত । প্রযোজনা করবে ভূষণ কুমারের টি-সিরিজ় । ছবির শুটিং হবে ভারত ও বিদেশের বেশ কিছু জায়গায় । সূত্রের খবর, ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করা হবে হংকংয়ে । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এখন সেখানে গিয়ে শুটিং করতে পারবেন না নির্মাতারা । আর সেই কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে এই ছবির শুটিং ।

এর আগে 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র' ছবির পরিচালনা করেছিলেন রাউত । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সইফ আলি খান ও কাজল । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি । আর ওই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে হাতেখড়ি হয় তাঁকে ।

তবে কার্তিকের এই ছবির শুটিং আদৌ শুরু করা যাবে কি না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । কারণ এই পরিস্থিতির মধ্যে হংকংয়ে গিয়ে শুটিং করা কোনওভাবেই সম্ভব হবে না । আর সেই কারণেই ছবির স্ক্রিপ্টে কিছু বদল আনার চেষ্টা করছেন নির্মাতারা । যদিও ছবিটি করার জন্য মুখিয়ে রয়েছেন কার্তিক ও ওম রাউত ।

তবে লকডাউনের আগে 'ভুল ভুলাইয়া 2'-এর শুটিং করছিলেন কার্তিক । লখনউতে চলছিল শুটিং । কিন্তু, দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পরই শুটিং বন্ধ হয়ে যায় । তবে পরিস্থিতি ঠিক হওয়ার পর সব বিধিনিষেধ মেনে খুব তাড়াতাড়িই শুটিং শুরু করা হবে বলে অনুমান ।

ABOUT THE AUTHOR

...view details