পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পোষ্যদের রাস্তায় ছেড়ে দেবেন না, অনুরোধ অর্জুনের - not to abandon pets

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের পোষ্য ম্যাক্সের সঙ্গে তোলা একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । অর্জুন ভিডিয়োতে বলেন, "কোরোনা ভাইরাস আমাদের দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই অনেকে নিজের পোষ্যকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন । অনেক জায়গাতেই এই ধরনের খবর পড়ছি ও শুনছি । এতে আমি মর্মাহত ।"

sdf
sdf

By

Published : Apr 14, 2020, 12:02 PM IST

মুম্বই : দেশের প্রায় সব জায়গাতেই থাবা বসিয়েছে কোরোনা । আর এই আতঙ্ক গ্রাস করেছে মানুষকেও । অনেকেই ভাবছেন পোষ্যদের থেকেও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস । আর তাই এই অবস্থায় নিজের প্রিয় পোষ্যদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন অনেকেই । সামনে এসেছে এই ধরনের একাধিক খবর । তবে এই কঠিন সময় যাতে কেউ পোষ্যদের রাস্তায় ছেড়ে না দেন তার জন্য অনুরোধ করেছেন অর্জুন কাপুর ।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের পোষ্য ম্যাক্সের সঙ্গে তোলা একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । ভিডিয়োর শুরুতেই রয়েছে ম্যাক্সের সঙ্গে তোলা বেশ কিছু ছবির কোলাজ । তারপরই অর্জুন ভিডিয়োতে বলেন, "কোরোনা ভাইরাস আমাদের দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই অনেকে নিজের পোষ্যকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন । অনেক জায়গাতেই এই ধরনের খবর পড়ছি ও শুনছি । এতে আমি মর্মাহত ।"

পোষ্যরা সব সময়ই আমাদের প্রতি অনুগত থাকে । তাই আমাদেরও তাদের খেয়াল রাখা উচিত বলে মনে করেন অর্জুন । তিনি বলেন, "পোষ্যদের কখনও কাছ ছাড়া করবেন না । কারণ তারা কখনও আমাদের ছেড়ে যায় না । তাদের ভালোবাসুন ।"

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অর্জুন । বেশিরভাগ সময় বাড়িতেই কাটাচ্ছেন তিনি । এই সময় ম্যাক্সকে কাছ ছাড়া করছেন না । তার সব আবদারের খেয়াল রাখছেন তিনি ও তাঁর বোন অংশুলা । সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই ম্যাক্সের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন তিনি ।

কিছুদিন আগে ম্যাক্সের সঙ্গে তোলা একটি মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন অর্জুন । সেখানে রান্না ঘরে দেখা গিয়েছিল দু'জনকে । হাতে বাটি নিয়ে রান্নায় ব্যস্ত ছিলেন অর্জুন । আর তাঁকে সঙ্গ দিচ্ছিল ম্যাক্স ।

কয়েক সপ্তাহ আগে ম্যাক্সের আরও একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অর্জুন । যার ক্যাপশনে লেখেন, "ম্যাক্স নিজের কথা ছাড়া কারও কথা শোনে না । চলুন সবাই ম্যাক্সের মতো হই ।"

আপকামিং 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন । পরিচালনায় দিবাকর ব্যানার্জি । এর আগে 'ইশকজ়াদে' ছবিতে পরিণীতির সঙ্গে কাজ করেছিলেন অর্জুন ।

ABOUT THE AUTHOR

...view details