মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ঝড় তোলেন কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেল । ধর্মীয় ভেদাভেদ ও সামাজিক বৈষম্যকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোয় জুড়ি মেলা ভার এই দুই বোনের । তাঁদের মতের বিরুদ্ধে গেলেই মাথা কেটে দেওয়া, গুলি করে দেওয়ার মতো নিদান দিয়ে থাকেন কঙ্গনা ও রঙ্গোলি । এই নিয়ে তাঁদের বিরুদ্ধে কোর্টে মামলাও চলছে ।
মুম্বই পুলিশের কাছে সেই মামলার রিপোর্ট চেয়ে পাঠাল ম্য়াজেস্ট্রেট আদালত । 2020 সালের 5 ডিসেম্বর এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত । কিন্তু, সেই ডেডলাইনের মধ্যে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয় আম্বোলি পুলিশ স্টেশন ।