পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুঞ্জন সাক্সেনা'-র স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে - গুঞ্জন সাক্সেনার খবর

'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ।ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে তাই এখন আর সেটিকে স্থগিত রাখা যাবে না বলে সাফ জানিয়ে দেন বিচারপতি ।

Gunjan Saxena stay order
Gunjan Saxena stay order

By

Published : Sep 2, 2020, 9:38 PM IST

দিল্লি : 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । সিনেমায় তাদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে বলে দাবি জানায় ভারতীয় বায়ুসেনা ও কেন্দ্রীয় সরকার । তাই ছবির স্ট্রিমিং স্থগিত রাখা হোক । এই মর্মে একটি আবেদন জানানো হয় দিল্লি হাইকোর্টে । আর সেই আবেদনই আজ খারিজ করে দেয় হাইকোর্ট ।

শুনানি চলাকালীন বিচারপতি রাজীব শাকধর কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান কেন OTT প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার আগে আদালতে আবেদন করা হয়নি ? এরপর তিনি বলেন, ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে তাই এখন আর সেটিকে স্থগিত রাখা যাবে না ।

'গুঞ্জন' জাহ্নবী

কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনেরাল সঞ্জয় জৈন বলেন, সিনেমাটিতে বায়ুসেনার ভুল ছবি তুলে ধরা হয়েছে । ছবিতে দেখানো হয়েছে বায়ুসেনা লিঙ্গ বৈষম্য করেছে । যা সঠিক নয় । সব শোনার পর এ প্রসঙ্গে হাইকোর্ট ধর্মা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্সের জবাব চেয়েছে । এছাড়া প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকেও এই মামলাতে অংশ নিতে বলা হয়েছে । তাঁকে নিজের বক্তব্যও জানাতে বলা হয়েছে ।

12 অগাস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় ছবিটি। সেখানে গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । ছবিটি পরিচালনা করেন স্মরণ শর্মা। জাহ্নবী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী ও অঙ্গদ বেদী ।

ABOUT THE AUTHOR

...view details