পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনা রানাওয়াত vs আদিত্য পাঞ্চোলি : কঙ্গনা ও রঙ্গোলিকে শমন জারি কোর্টের - কঙ্গনা রানাওয়াত

২০১৭ সালে কঙ্গনা রানাওয়াত অভিযোগ এনেছিলেন যে,অপ্রাপ্তবয়স্ক কঙ্গনাকে শারীরিক হেনস্থা করেছিলেন আদিত্য পাঞ্চোলি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য ও তাঁর স্ত্রী জ়রিনা ওয়াহাব। আজ সেই মামলা প্রসঙ্গে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন আদিত্য।

কঙ্গনা রানাওয়াত

By

Published : Jun 25, 2019, 7:07 PM IST

Updated : Jun 26, 2019, 12:46 PM IST

মুম্বই : আদিত্য vs কঙ্গনা মামলার লেটেস্ট আপডেট দিলেন আদিত্য পাঞ্চোলি। তিনি বললেন, যে চারটি মামলা তাঁরা করেছিলেন কঙ্গনা আর রঙ্গোলির বিরুদ্ধে, সেই মামলার সাপেক্ষে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে শমন জারি করেছে আন্ধেরি মেট্রোপলিটন কোর্ট।

চারটি মানহানি মামলা করা হয়েছিল আদিত্যদের পক্ষ থেকে। আদিত্য vs কঙ্গনা, আদিত্য vs রঙ্গোলি, জ়রিনা vs কঙ্গনা, জ়রিনা vs রঙ্গোলি। চারটি মামলাতেই অভিযুক্তের বিরুদ্ধে শমন জারি করা হয়েছে বলে জানালেন আদিত্য।

মামলার ফল আসার আগে অন্য এক সংবাদমাধ্যমকে আদিত্য বলেছিলেন, "কঙ্গনা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। কোনও প্রমাণ ছাড়াই ও আমায় "ওম্যান অ্যাবিউজ়ার" বলেছে। আমি ঠিক করেছি ওর বিরুদ্ধে লড়াই করব।"



আদিত্যর আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তবের কথায়, মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই। সেখানে কঙ্গনার উপস্থিত থাকার কথা আছে।

Last Updated : Jun 26, 2019, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details