পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনাকে দূর করতেই হবে, ভিডিয়ো বার্তা সঞ্জয়ের - sanjay dutt

বলিউডের অন্য তারকাদের মতো গৃহবন্দী সঞ্জয় দত্তও । আর সেই ফাঁকেই কোরোনা সম্পর্কে ফ্যানদের সচেতনও করেন । আজ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো বার্তা দেন তিনি ।

sdf
sdf

By

Published : Mar 30, 2020, 7:12 PM IST

মুম্বই : বিশ্বের প্রায় সব দেশেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । বাদ যায়নি ভারতও । দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাটা । আর এই পরিস্থিতিতে দেশবাসীকে কোরোনা নিয়ে সচেতন করতে টুইটারে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন সঞ্জয় দত্ত । সেখানে সবাইকে সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করেছেন তিনি । এমনকী, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন ।

আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সঞ্জয় দত্ত । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "বাড়িতে থাকুন । এভাবেই একমাত্র কোরোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব ।"

ভিডিয়োতে হাত জোড় করে তিনি বলেন, "আমাদের দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে...সেই কারণে আমাদের সবাইকে একসঙ্গে মিলে এই কোরোনা ভাইরাসকে দূর করতে হবে ।"

পাশাপাশি এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সরকারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে তাও মেনে চলতে ভিডিয়োতে অনুরোধ করেন তিনি । বলেন, "বাড়িতে থাকুন, পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটান...এই কোরোনা ভাইরাসকে দূর করতেই হবে ।"

কোরোনা আতঙ্কের জেরে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের শুটিং । কোথাও ঘুরতেও যেতে পারছেন না তারকারা । ঘরেই দিন কাটছে তাঁদের । ব্যতিক্রমী নন সঞ্জয় দত্তও । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনিও । এর আগে ভিডিয়ো বার্তার মাধ্যমে কোরোনা সম্পর্কে ফ্যানদের সচেতন করেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই তালিকায় যোগ দিলেন সঞ্জয়ও ।

ABOUT THE AUTHOR

...view details