মুম্বই : কনসার্ট করতে ইউরোপ গেছিলেন 66 বছরের অনুপ জালোটা । দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের এক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারদের উপস্থিতিতে আইসোলেশনে রাখা হয় । নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অনুপ ।
তিনি লিখেছেন, "BMC (বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন)-এর কর্মদক্ষতা দেখে আমি মুগ্ধ । ষাটোর্ধ্ব মানুষদের ওরা যেরকম কেয়ার দিচ্ছে, তা সত্যিই তারিফযোগ্য । লন্ডন থেকে মুম্বই ফেরার পরেই আমায় হোটেল মিরাজে নিয়ে আসা হয় । আমায় দেখতে একটা ডক্টরের টিমকে আনা হয় ।"