পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার - বরুণ ধাওয়ানের খবর

মুক্তি পেল 'কুলি নম্বর ওয়ান' । বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ফের একবার পরদা কাঁপাবেন বরুণ ধাওয়ান । সঙ্গে সারা আলি খান, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদবের মতো অভিনেতারা ।

Varun Dawan in Coolie Number One
Varun Dawan in Coolie Number One

By

Published : Nov 28, 2020, 2:05 PM IST

মুম্বই : ডেভিড ধাওয়ানের সিনেমার ফর্মুলা কী ? টুইস্টেড প্লট, অনেক নাচ-গান, মজাদার সংলাপ । মশলাদার কমার্শিয়াল ছবিতে যে যে উপাদান থাকা উচিত, ডেভিডের ছবিতে ভরে ভরে থাকে সেই সব উপাদান । 'কুলি নম্বর ওয়ান'-ও ব্যতিক্রম নয় ।

1995 সালে গোবিন্দা আর করিশ্মা কাপুর অভিনীত 'কুলি নম্বর ওয়ান'-এর রিমেক এই ছবিটি । সেই একই রেশ নিয়ে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি । শুধু সময়ের দাবিতে কিছু পরিবর্তন করা হয়েছে । বরুণের সঙ্গে এই ছবিতে যোগ্য সঙ্গত করেছেন পরেশ রাওয়াল ।

ছবির দৃশ্য..

সারা আলি খান ছবির হিরোইন বটে, তবে ট্রেলারে তাঁর নাচ ছাড়া আর তেমন কিছুই দেখা যায়নি । হাতে গুনে দেড়খানা মোটে সংলাপ । ছবিতেও তাঁর ভূমিকা কতখানি থাকবে সেই নিয়ে সন্দেহ ।

সারা..

অনেকদিন পর অভিনয় করতে দেখা যাবে রাজপাল যাদবকে । দীর্ঘ কয়েক বছর এই অসাধারণ অভিনেতাকে মিস করেছেন দর্শক । তাদের সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে আশা করা যায় ।

এই কঠিন সময় একটা হাসির টাটকা হাওয়া নিয়ে আসছে 'কুলি নম্বর ওয়ান' । বাস্তবসম্মত না হলেও, কিছু সময়ের জন্য শুধু মজা পেতে দেখাই যায় ছবিটি । 25 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে আসছে 'কুলি নম্বর ওয়ান' । তার আগে দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details