মুম্বই : মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত ছবি 'কুলি নম্বর 1'। এদিকে এখনও মুক্তি পায়নি ছবির ট্রেলার । আজ এই ছবির ট্রেলার মুক্তির দিন ঘোষণা করলেন বরুণ । 28 নভেম্বর বেলা 12টার সময় মুক্তি পাবে ছবিটি ।
টুইটারে এই ছবির একটি পোস্টার শেয়ার করেন বরুণ । সেখানে এই ছবিতে তাঁর একাধিক লুক তুলে ধরা হয়েছে । পোস্টারে রয়েছেন সারা আলি খানও । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কুলি নম্বর 1-এর ট্রেলার মুক্তির দিন লিখে নিন ! 28 নভেম্বর বেলা 12টায় অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োর ফেসবুক আর ইউটিউব পেজে এটি মুক্তি পাবে ।"
সারা ও বরুণ ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, জনি লিভার ও রাজপাল যাদবকে । ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন বাসু ভাগনানি । 25 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি । 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত 'কুলি নম্বর 1'-এর রিমেক এটি ।
এছাড়া পরবর্তী ছবি 'যুগ যুগ জিও'-র শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন বরুণ । সেখানে কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । পাশাপাশি ছবিতে রয়েছেন নীতু কাপুর, অনিল কাপুর ও প্রাজাক্তা কোলি । আর ছবিটি পরিচালনা করছেন রাজ মেহতা ।
সব ঠিক থাকলে 2021 সালে মুক্তি পাবে এই ছবি ।