পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চার দিনেই 50 মিলিয়ন ভিউজ়, উচ্ছ্বসিত টিম 'কুলি নম্বর ওয়ান' - কুলি নম্বর ওয়ান-এর খবর

মাত্র চার দিনেই ইউটিউবে 50 মিলিয়নের বেশি ভিউ ছাড়াল 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার । উচ্ছ্বসিত ছবির টিম । সারা নিজে এই খবর শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

Varun Dhawan in Coolie Number One
Varun Dhawan in Coolie Number One

By

Published : Dec 3, 2020, 6:47 AM IST

মুম্বই : 'কুলি নম্বর ওয়ান' নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ছিলই । তবে সেটা যে এই মাত্রায় পৌঁছবে কেউ ভাবেনি । ট্রেলার মুক্তি পাওয়ার মাত্র চারদিনের মধ্যেই ইউটিউবে 50 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি ।

সারা নিজে এই থবর শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ইনস্টাস্টোরিতে তিনি ছবির একটি পোস্টার শেয়ার করেছেন, যার উপরে জ্বলজ্বল করে লেখা '50 মিলিয়ন অ্যান্ড কাউন্টিং' ।

সারার পোস্ট..

বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার ছবি করছেন বরুণ । আর সারার এটি প্রথমবার । আদ্যোপান্ত মশলাদার কমার্শিয়াল ছবির সমস্ত উপকরণ মজুত 'কুলি নম্বর ওয়ান'-এ । এই কঠিন সময় তা দেখে বেশ আনন্দ পেয়েছেন দর্শক, বোঝাই যাচ্ছে ।

তবে সমালোচকদের নজরে সেভাবে উঠতে পারেনি 'কুলি..'-র ট্রেলার । পুরো ছবিটি কি পারবে ? বোঝা যাবে 25 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমের পরদায় ।

ABOUT THE AUTHOR

...view details