মুম্বই : 'কুলি নম্বর ওয়ান' নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ছিলই । তবে সেটা যে এই মাত্রায় পৌঁছবে কেউ ভাবেনি । ট্রেলার মুক্তি পাওয়ার মাত্র চারদিনের মধ্যেই ইউটিউবে 50 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি ।
সারা নিজে এই থবর শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ইনস্টাস্টোরিতে তিনি ছবির একটি পোস্টার শেয়ার করেছেন, যার উপরে জ্বলজ্বল করে লেখা '50 মিলিয়ন অ্যান্ড কাউন্টিং' ।