মুম্বই : দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য টিম 'কুলি নম্বর ওয়ান'-এর অবদান দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছিলেন মোদি। আর মোদির একটুকরো প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ছবির টিম।
'কুলি নম্বর ওয়ান'-এর প্রযোজক জ্যাকি ভগনানি এক অনুভূতিপ্রবণ মেসেজ শেয়ার করলেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্যারকে। পরিবেশকে দূষণ মুক্ত করতে আপনার শুরু করা উদ্যোগে আমরা যে একটা ছোটো অংশ হতে পেরেছি, তার জন্য আমরা খুশি।"