মুম্বই : 17 জুন মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন সরোজ খান । ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন । কিন্তু শেষরক্ষা হল না । হার্ট অ্যাটাক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি কোরিওগ্রাফার ।
বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন 71 বছরের সরোজ খান । তাই 17 জুন তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । কোরোনা পরীক্ষাও করা হয় তাঁর । কিন্তু, সেই রিপোর্ট নেগেটিভ আসে ।
এরপর খবর আসে যে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কোরিওগ্রাফার । এতগুলো বছর ধরে তিনি যে সমস্ত অভিনেত্রীদের নাচের ট্রেনিং দিয়েছেন, তাঁরাও সবাই সোশাল মিডিয়ায় 'মাস্টারজী'-র আরোগ্য কামনা করতে থাকেন । মনে হতে থাকে যে, ফাঁড়াটা কাটল বোধহয় ।
কিন্তু, সবাইকে চমকে দিয়ে 3 জুলাই রাত 1.52 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরোজ খান । এমনিতেই ডায়বেটিস ও আরও আনুসাঙ্গিক সমস্যা ছিল, এবার তার সঙ্গে যুক্ত হল শ্বাসকষ্ট । ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন কোরিওগ্রাফার ।