পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিষেকের সঙ্গে 'বব বিশ্বাস'-এর শুটিং শুরু চিত্রাঙ্গদার - abhishek bachchan

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা । সেখানে আয়নার সামনে বসে শুটিংয়ের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে তাঁকে । মুখে লাগানো রয়েছে ফাউন্ডেশন । আর ঠিক তাঁর পিছনে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছেন এক মেকআপ আর্টিস্ট । চিত্রাঙ্গদার চুল ঠিক করছেন তিনি ।

sdf
sf

By

Published : Nov 26, 2020, 7:17 AM IST

কলকাতা : ইতিমধ্যেই শহরে 'বব বিশ্বাস'-এর শুটিং শুরু করেছেন অভিষেক বচ্চন । আর এবার সেই শুটিংয়ে যোগ দিলেন চিত্রাঙ্গদা সিং । গতকাল থেকেই শুটিং শুরু করেছেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা । সেখানে আয়নার সামনে বসে শুটিংয়ের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে তাঁকে । মুখে লাগানো রয়েছে ফাউন্ডেশন । আর ঠিক তাঁর পিছনে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছেন এক মেকআপ আর্টিস্ট । চিত্রাঙ্গদার চুল ঠিক করছেন তিনি । কাজে ফেরার পর অভিনেত্রী যে খুবই খুশি হয়েছেন সেটা অবশ্য তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছে ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সেটের মধ্যে...ফেস পেন্ট লাগিয়ে রেখেছি ! #বববিশ্বাস #বাউন্ডস্ক্রিপ্ট #সিটিঅফজয়"।

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো ও ভদ্র মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে চুপিচুপি খুন করে চলে যেত । 'কাহানি'-তে এই চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে । আর এবার এই চরিত্রকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে নতুন ছবি । তাই ছবির নাম দেওয়া হয়েছে 'বব বিশ্বাস'।

আর এবার বব বিশ্বাসের চরিত্রে দেখা যাবে অভিষেককে । ইতিমধ্যেই কলকাতায় ছবির শুটিং শুরু করেছেন তিনি । চরিত্রের জন্য বদলে ফেলেছেন নিজের লুক ।

ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হবে তাঁর । এর আগে 2018 সালে একটি ইংরেজি শর্ট ফিল্মের পরিচালনা করেছিলেন তিনি ।

আর এই ছবি প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও সুজয় ঘোষের বাউন্ড স্ক্রিপ্ট সংস্থা ।

ABOUT THE AUTHOR

...view details