মুম্বই : লকডাউনের মধ্যে বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা বাড়িতেই সারছেন তারকারা । চুলও বাড়িতেই কাটছেন বাড়িতেই । কেউ নিজে কাটছেন । আবার কেউ সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । আর এবার এই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রাঙ্গদা সিংও ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই সময় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । একই অবস্থা চিত্রাঙ্গদারও । বাড়িতেই রয়েছেন তিনি । এদিকে লকডাউনের জেরে বন্ধ পার্লার । তাই এখন বাইরে গিয়ে চুলও কাটতে পারছেন না । কিন্তু, কতদিন আর চুল না কেটে থাকবেন ? তাই এবার বাড়িতে নিজেই নিজের চুল কাটলেন অভিনেত্রী । এরপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা । চুল কাটার পর সেখানে নতুন লুকে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "চুল কেটে ফেললাম !"
তবে শুধু চিত্রাঙ্গদাই নন । এর আগে লকডাউনের মধ্যে স্বামীদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে সোনম কাপুর ও অনুষ্কা শর্মাকে । রান্নাঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল অনুষ্কাকে । স্ত্রীয়ের চুল কাটায় মুগ্ধ হয়েছিলেন বিরাট । আর তারপর আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যায় সোনমকে । এছাড়া বাড়িতে চুল কাটার জন্য প্রিয়জনদের উপর ভরসা করেছিলেন আলিয়া ভাট ও কৃতি শ্যনন । অন্যদিকে কারও উপর ভরসা না করে নিজেই নিজের হেয়ারস্টাইলিস্ট হয়ে উঠেছিলেন ইলিয়ানা ও রাধিকা আপ্তে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রাঙ্গদাও ।