মুম্বই : ছত্রপতি শিবাজির জীবনী নিয়ে তৈরি হয়েছে একাধিক ধারাবাহিক । তাঁর বীরত্বের কাহিনি উঠে এসেছে বড় পরদাতেও । আর এবার তাঁর জীবনের বিস্তারিত কাহিনি ফুটিয়ে তোলা হবে সিলভার স্ক্রিনে । তবে কয়েক ঘণ্টা মধ্যে তাঁর জীবনের কাহিনি তুলে ধরা খুবই কঠিন । আর সেই কারণে শিবাজিকে নিয়ে ট্রিলজি বানাচ্ছেন অভিনেতা রীতেশ দেশমুখ ।
'তানাজি : দা আনসাং হিরো' ছবিতে উঠে এসেছিল শিবাজির কিছু গল্প । তাঁর অধীনস্ত সুবেদার তানাজিকে নিয়ে তৈরি হয় ছবিটি । কিন্তু, এবার তিনভাগে শিবাজির জীবনের কাহিনি ফুটে উঠতে চলেছে বড় পরদায় । রীতেশের প্রযোজনা সংস্থা মুম্বই ফিল্ম কম্পানি বানাবে এই ট্রিলজি । শিবাজির চরিত্রে দেখা যাবে রীতেশকে । চলতি বছরের শেষে শুরু হবে শুটিং । তিনটি ছবির প্রথম পর্ব মুক্তি পাবে 2021 সালে ।
তিনটি পর্ব পরিচালনা করবেন পরিচালক নাগরাজ মঞ্জুলে । ছবির চিত্রনাট্যের একটি ভিডিয়ো পোস্ট করেছেন রীতেশ ও নাগরাজ । তিনটি পর্বের নামকরণ তুলে ধরা হয়েছে ভিডিয়োতে । প্রথম পর্বের নাম 'শিবাজি', দ্বিতীয় 'রাজা শিবাজি' ও তৃতীয় পর্বের 'ছত্রপতি শিবাজি'। 'শিবাজি' পর্বে তুলে ধরা হবে তাঁর ছোটোবেলার বিভিন্ন গল্প । দ্বিতীয় পর্বে উঠে আসবে মারাঠা সাম্রাজ্য স্থাপবনের কাহিনি । আর তৃতীয় পর্বে ফুটিয়ে তোলা হবে দেশে তাঁর আধিপত্য ।
ছবি সম্পর্কে রীতেশ বলেন, "প্রাথমিকভাবে ছবিটি হিন্দি ও মারাঠিতে তৈরি করার ইচ্ছে রয়েছে । কিন্তু, পরে আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে এই ছবি । তা নিয়ে আমরা কাজও করছি । কারণ শিবাজি মহারাজের বাবা থাকতেন কর্নাটকে । সেখানকার বেশ কিছু দুর্গ ও এলাকা ছিল তাঁর অধীনে ।" সব ঠিক থাকলে 2021 সালে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব ।