মুম্বই : 'ছপাক'-কে নিয়ে বিতর্কের শেষ নেই । দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি ব্যান করার জন্য চলছে বিরোধীতা । তার কারণ, দীপিকার JNU যাত্রা । কিন্তু, তা সত্ত্বেও বক্স অফিসে 4.77 কোটা টাকা উপার্জন করতে সক্ষম হল ছবিটি ।
তরণ আদর্শ লিখেছেন, "প্রথম দিনে অর্ডিনারি 'ছপাক' । কিছু কিছু হাই-এন্ড মাল্টিপ্লেক্সে ভালো উপার্জন করেছে ছবিটি । তবে বেশিরভাগ শহরে মার্কের থেকে কম উপার্জন করেছে ছবিটি । শনিবার ও রবিবারের উপার্জনটা খুব ক্রুশিয়াল একটা ভদ্রস্থ উইকেন্ড কালেকশনের জন্য । শুক্রবার 4.77 কোটি টাকা উপার্জন ।"