দিল্লি : 'ছপাক'-কে তাঁকে ক্রেডিট না দেওয়ায় আজ কোর্টের দ্বারস্থ হয়েছিল লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে ছবি নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি । ছবিতে নির্মাতাদের অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় কোর্ট ।
আগামীকাল মুক্তি পাবে 'ছপাক'। তার আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ে ছবিটি । কিছুদিন আগে নিজের ক্ষোভের কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অপর্ণা ভাট । সেখানে তিনি জানিয়েছিলেন, অ্যাসিড হামলা হওয়ার পর লক্ষ্মীর লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । লক্ষ্মী যাতে সুবিচার পান তার জন্য অনেক লড়াইও করেছিলেন । এত কিছুর পরও ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । আর তাই ছবি নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন ।