পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত 'ছপক'

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সরকার 'ছপক'-কে করমুক্ত ঘোষণা করল । মেঘনা গুলজ়ার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোন ।

Chhapaak tax free
Chhapaak tax free

By

Published : Jan 9, 2020, 4:46 PM IST

ভোপাল ও রায়পুর : মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল দীপিকার 'ছপক'-কে । অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি করেছে । তার মধ্যেই এই খবর এক ঝলকা ঠান্ডা হাওয়ার মতো এল ।

মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইটারের মাধ্য়মে এই খবর ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপক মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি ।" তিনি আরও লিখেছেন, "অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজ়িটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।"

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও একইভাবে টুইটারের মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন । লিখেছেন, "ছত্তিশগড় সরকার হিন্দি ছবি ছপক-কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । ছবিতে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধকে দেখানো হয়েছে ও সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ।"

JNU-তে ছাত্রছাত্রীদের উপর হওয়া হামলার প্রতিবাদ করতে দীপিকা পৌঁছেছিলেন ক্যাম্পাসে । সেই নিয়ে সমালোচনা হয়েছে অনেক । বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার 'ছপক'-কে ব্য়ান করার আবেদন জানান । তবে বি-টাউন থেকে শুরু করে দীপিকার অনুরাগীরা, প্রত্য়েকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর ।

কোনও সংশয় ছাড়াই আগামীকাল 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ছপক' ।

ABOUT THE AUTHOR

...view details