ভোপাল ও রায়পুর : মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল দীপিকার 'ছপক'-কে । অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি করেছে । তার মধ্যেই এই খবর এক ঝলকা ঠান্ডা হাওয়ার মতো এল ।
মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইটারের মাধ্য়মে এই খবর ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপক মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি ।" তিনি আরও লিখেছেন, "অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজ়িটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।"