মুম্বই : একদিনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মুম্বইয়ের একাধিক দোকান থেকে 24 বোতল অ্যাসিড কিনলেন দীপিকা পাডুকোন । তবে নিজে দোকানে যাননি অভিনেত্রী । তাঁর টিমের সদস্যদের দিয়ে সেগুলি কেনান । কোনও বিক্রেতা অনায়াসেই ক্রেতার কাছে অ্যাসিড বিকিয়ে দিলেন । আবার কোনও বিক্রেতা নিময়মাফিক ক্রেতার থেকে পরিচয়পত্র দাবি করলেন । ক্যামেরাবন্দী করা হয়েছে গোটা ঘটনা । কিন্তু, হঠাৎ করে এত বোতল অ্যাসিড নিয়ে কী করলেন দীপিকা ?
আসলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সম্প্রতি একটি পদক্ষেপ নেন দীপিকা ও তাঁর টিমের সদস্যরা । আর এর জন্য তাঁর টিমের সদস্যদের শহরের বিভিন্ন অংশে পাঠানো হয় অ্যাসিড কেনার জন্য । কেউ ব্যবসায়ী, কেউ কলেজ পড়ুয়া, কেউ গৃহবধূ ও কাউকে মদ্যপ সাজিয়ে দোকানে পাঠানো হয় । আর তাঁদের গতিবিধি শুট করা হয় গোপন ক্যামেরায় । দেখা যায় বেশিরভাগ বিক্রেতা অনায়াসেই অ্যাসিড ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন । ক্রেতার পরিচয়পত্র দেখারও চেষ্টা করছেন না । একমাত্র একজন বিক্রেতাই ক্রেতার পরিচয়পত্র দেখার দাবি জানান । আর এইভাবেই একইদিনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে 24 বোতল কেনা সম্ভব হয় মুম্বইয়ের বিভিন্ন দোকান থেকে ।