মুম্বই : কয়েকদিন পরই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি অভিনীত ছবি 'দিল বেচারা' । ভাবছেন যে চেতনের খবরে হঠাৎ সুশান্তের কথা কোথা থেকে এল ? কারণ এখান থেকেই শুরু এই খবরের ।
'দিল বেচারা' মুক্তি পাওয়ার পর যেন সমালোচকরা একটু মানবিক ভাবে ফিল্মটিকে বিচার করেন, সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছিলেন চেতন । তাঁরা যেন ছবিটিকে নিয়ে কোনও নোংরামো না করেন, লিখেছিলেন এই জনপ্রিয় নভেলিস্ট ।
আর চেতনের এই পোস্ট পড়ে গায়ে লেগেছে বিধু বিনোদ চোপড়ার স্ত্রী অনুপমা চোপড়ার । কারণ তিনি, নিজে একজন নামকরা ফিল্ম ক্রিটিক বা সমালোচক ।