পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিধু বিনোদ চোপড়া আমায় আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছিলেন : বিস্ফোরক চেতন - চেতন ভগতের খবর

বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক চেতন ভগত । '3 ইডিয়টস'-এর প্রযোজক বিধু নাকি লেখক হিসেবে চেতনকে যথেষ্ট ক্রেডিট দেননি, প্রকাশ্যে চেতনের গোপন কথা ।

Chetan Bhagat on Bidhu Binod Chopra
Chetan Bhagat on Bidhu Binod Chopra

By

Published : Jul 21, 2020, 10:14 PM IST

মুম্বই : কয়েকদিন পরই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি অভিনীত ছবি 'দিল বেচারা' । ভাবছেন যে চেতনের খবরে হঠাৎ সুশান্তের কথা কোথা থেকে এল ? কারণ এখান থেকেই শুরু এই খবরের ।

'দিল বেচারা' মুক্তি পাওয়ার পর যেন সমালোচকরা একটু মানবিক ভাবে ফিল্মটিকে বিচার করেন, সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছিলেন চেতন । তাঁরা যেন ছবিটিকে নিয়ে কোনও নোংরামো না করেন, লিখেছিলেন এই জনপ্রিয় নভেলিস্ট ।

আর চেতনের এই পোস্ট পড়ে গায়ে লেগেছে বিধু বিনোদ চোপড়ার স্ত্রী অনুপমা চোপড়ার । কারণ তিনি, নিজে একজন নামকরা ফিল্ম ক্রিটিক বা সমালোচক ।

বিধুর সঙ্গে অনুপমা চোপড়া..

চেতনের পোস্টের নিচে অনুপমা লেখেন, "যখনই ভাবি আলোচনাটা আর নিচে নামবে না, তখনই নামতে দেখি ।"

অনুপমার পোস্টে আবার পালটা জবাব দিয়েছেন চেতন । তিনি লিখেছেন, "ম্যাম, আপনার স্বামী যখন আমায় জনসমক্ষে অপমান করেছেন, যখন নির্লজ্জের মতো সেরা গল্পের অ্যাওয়ার্ডগুলো নিজের ঝুলিতে পুরেছেন, আমায় গল্পের কোনও ক্রেডিট না দিয়ে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন, তখন কোথায় ছিল আপনার আলোচনা ?"

বিধু প্রযোজিত '3 ইডিয়টস' ছবির মূল গল্প চেতনের 'ফাইভ পয়েন্ট সামওয়ান' থেকে নেওয়া । আর এই প্রসঙ্গেই বিধুকে ঠুকেছেন চেতন ।

ABOUT THE AUTHOR

...view details