পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মায়ের সঙ্গে 'নাগিন' দেখার অস্বস্তিকর অভিজ্ঞতা, মনে করলেন চন্দন - chandan ray sanyal on mother's day

আন্তর্জাতিক মাতৃদিবসে মায়ের সঙ্গে 'নাগিন' দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন চন্দন রায় সান্যাল । IANS-কে বললেন তাঁর অস্বস্তিকর অবস্থার কথা ।

চন্দন রায় সান্যালের খবর  চন্দন রায় সান্যালের মা  chandan ray sanyal's mother  chandan ray sanyal on mother's day  chandan ray sanyal nagin
চন্দন রায় সান্যালের খবর চন্দন রায় সান্যালের মা chandan ray sanyal's mother chandan ray sanyal on mother's day chandan ray sanyal nagin

By

Published : May 10, 2020, 1:10 PM IST

মুম্বই : পুরো পৃথিবীর কাছে তিনি চন্দন রায় সান্যাল হতে পারেন, তবে মায়ের কাছে তিনি এখনও রাজা । আজকের এই বিশেষ দিনে মা-কে একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করছেন চন্দনের । কিন্তু এই লকডাউনে সেই উপায় নেই । তিনি মুম্বইতে আর তাঁর মা দিল্লিতে ।

IANS-কে চন্দন বললেন, "বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, মা অনেক পরিশ্রম করেছেন । বাড়ি বাড়ি কাজ করেছেন আমাদের মুখে খাবার তুলে দিতে, আমাদের স্কুলে ফিজ় জোগাড় করতে ।"

মায়ের সঙ্গে 'নাগিন' দেখার অস্বস্তিকর অবস্থার কথাও মনে করলেন চন্দন । বললেন, "এক গরমের দুপুরে, বাড়ি এসে দেখি তালা বন্ধ । আমাদের কাছে চাবি ছিল না । গরমে যাতে দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য মা আমাদের সিনেমা দেখতে নিয়ে যান । ঋষি কাপুর আর শ্রীদেবীর 'নাগিন' দেখতে ।"

.

কেমন ছিল সেই অভিজ্ঞতা ? "মা আর ভাইয়ের সঙ্গে বসে নাগিন দেখা, খুব অস্বস্তিকর লেগেছিল ।", হাসতে হাসতে বললন চন্দন ।

নিজেকে মায়ের মতো করে গড়ে তুলতে চান চন্দন । মায়ের সততা, সত্যবাদীতাকে অনুকরণ করতে চান অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details