মুম্বই : ক্যানসারের সঙ্গে দু'বছর ধরে লড়াই করার পর অবশেষে 29 এপ্রিল প্রয়াত হন ইরফান খান । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি প্রিয়জনদের পাশাপাশি অনুরাগীরাও । সবাই ভেবেছিলেন এই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে অবশেষে জিতবেন অভিনেতাই । কিন্তু, তা আর হয়নি । সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি । সম্প্রতি ইরফানের জন্য বড়ই মন খারাপ লাগছিল অভিনেতা চন্দন রায় সান্যালের । আর সেই কারণে গতকাল প্রয়াত অভিনেতার সমাধিস্থলে যান তিনি ।
টুইটারে দুটি ছবি পোস্ট করেন চন্দন । প্রথম ছবিতে ভারসোভা সমাধিস্থানের গেট আর দ্বিতীয় ছবিতে ইরফানের সমাধির ছবি তুলে ধরেন তিনি ।