পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

4 মাস পর ইরফানের সমাধিস্থলে গেলেন চন্দন রায় সান্যাল - Chandan visits Irrfan grave

টুইটারে দুটি ছবি পোস্ট করেন চন্দন । প্রথম ছবিতে ভারসোভা সমাধিস্থানের গেট আর দ্বিতীয় ছবিতে ইরফানের সমাধির ছবি তুলে ধরেন তিনি ।

asd
sd

By

Published : Sep 21, 2020, 10:34 PM IST

মুম্বই : ক্যানসারের সঙ্গে দু'বছর ধরে লড়াই করার পর অবশেষে 29 এপ্রিল প্রয়াত হন ইরফান খান । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি প্রিয়জনদের পাশাপাশি অনুরাগীরাও । সবাই ভেবেছিলেন এই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে অবশেষে জিতবেন অভিনেতাই । কিন্তু, তা আর হয়নি । সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি । সম্প্রতি ইরফানের জন্য বড়ই মন খারাপ লাগছিল অভিনেতা চন্দন রায় সান্যালের । আর সেই কারণে গতকাল প্রয়াত অভিনেতার সমাধিস্থলে যান তিনি ।

টুইটারে দুটি ছবি পোস্ট করেন চন্দন । প্রথম ছবিতে ভারসোভা সমাধিস্থানের গেট আর দ্বিতীয় ছবিতে ইরফানের সমাধির ছবি তুলে ধরেন তিনি ।

এর ক্যাপশনে লেখেন, "ইরফানের কথা কয়েকদিন ধরেই খুব মনে পড়ছিল । কেন 4 মাস ধরে ওঁর সমাধিস্থলে যাইনি সেই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল । তাই রবিবার সেখানে যাই । চারপাশে গাছপালা ছাড়া আর কিছুই নেই, সেখানেই একা ইরফান বিশ্রাম নিচ্ছেন । নীরবতার মধ্যে । আমি তাঁর জন্য কয়েকটা রজনীগন্ধা রেখে এলাম । আর তার কিছুটা নিয়ে এসেছিলাম তাঁর আশীর্বাদ সহ ।"

কাজের দিক থেকে পরবর্তী ছবি 'বেনারস'-এ অভিনয় করছেন চন্দন । ছবিটি পরিচালনা করছেন রাজ আশু । একজন রিকশা চালক ও এক যাত্রীর গল্প বলবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details