মুম্বই : ইমতিয়াজ় আলি পরিচালিত 'লাভ আজ কাল' এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি । সেখানে সারা-কার্তিকের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে দর্শক । তবে তাঁদের লাভ-মেকিং দৃশ্যেই কাঁচি চালালো সেন্সর বোর্ড ।
সারা-কার্তিকের চুম্বন দৃশ্য তো বটেই, সঙ্গে সারার ক্লিভেজ বা বক্ষবিভাজিকার অংশকে ঝাপসা করে দেওয়ার নির্দেশ দিল বোর্ড । ট্রেলারেই দেখা গেছে তাঁদের দু'জনের বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্য রয়েছে ছবিতে, একে অপরের পোশাক খুলতেও দেখা গেছে তাঁদের । সেই দৃশ্যগুলো এখন কাটছাঁট করতে হবে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে ।