মুম্বই : ধর্মশালার একটি আবাসন থেকে উদ্ধার করা হয় বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আসিফ । যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তারকারা ।
করিনা কাপুর খান : আসিফ বসরা আপনার আত্মার শান্তি কামনা করি । পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
অনুষ্কা শর্মা : পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
হনসল মেহতা : আসিফ বসরা ! এটা সত্যি হতে পারে না...এটা খুবই দুঃখের বিষয় ।
মনোজ বাজপেয়ী : কি ? অবাক করার মতো ঘটনা । লকডাউনের আগেই তাঁর সঙ্গে শুটিং করেছি !!! হায় ভগবান !!!