পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"2020 যে কবে শেষ হবে", বিশাখাপটনম গ্যাস লিকের ঘটনায় উদ্বিগ্ন তারকারা

বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । এক শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের । এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট তারকাদের ।

sdf
sdf

By

Published : May 7, 2020, 3:09 PM IST

মুম্বই : বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখ জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এক শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন তারকারা ।

রকুল প্রীত সিং : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খারাপ লাগছে । আশাকরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।

অর্জুন কাপুর : খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম । শহরবাসীর জন্য আমি প্রার্থনা করছি । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

সানি দেওল : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব কষ্ট হচ্ছে । সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন ।

তামান্না ভাটিয়া : সকালে ঘুম থেকে উঠে এই খারাপ খবরটা শুনলাম । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

টিসকা চোপড়া : ভগবান 2020 কবে শেষ হবে ? মৃতদের পরিবারের প্রতি সববেদনা জানাই ।

মহেশ বাবু : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খুব খারাপ লাগছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

ABOUT THE AUTHOR

...view details