মুম্বই : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে । গতকাল রাতে এই খবর প্রকাশ্যে আসার পরই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা । অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা । অনুরাগীদের পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন একাধিক বলি তারকা ।
একটা সময় ক্যানসারের মতো মারঁ রোগ বাসা বেঁধেছিল মণীষা কৈরালার শরীরে । দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর এখন পুরোপুরি সুস্থ তিনি । ফিরেছেন স্বাভাবিক জীবনেও । সোশাল মিডিয়ায় সঞ্জু বাবার দ্রুত আরোগ্যা কামনা করেন তিনি । লেখেন, "তোমার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে । আমি জানি তুমি যথেষ্ট শক্ত !! জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ । সেগুলো কাটিয়ে উঠেছিলে । এটা তোমার আরও একটা জিত হবে...তোমার সুস্থতা কামনা করি ।"
আরমান মালিক লেখেন, "আশাকরি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।"
অনুপম খের লেখেন, "আমার প্রিয় বন্ধু সঞ্জয় দত্ত । ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ।"