পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী টুইট করলেন? - টুইট টুডে

প্রতিদিনের মতো আজ দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ায়?

Tweet Today

By

Published : Sep 18, 2019, 11:25 PM IST

অক্ষয় কুমার : বহুদিন পর মেট্রোয় ট্র্যাভেল করলেন অক্ষয় কুমার। এবং একটা অসাধারণ অভিজ্ঞতা হল তাঁর। ভিডিয়ো শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

রুক্মিনী মৈত্র : রুক্মিনীর আসন্ন ছবি 'পাসওয়ার্ড'-এর নতুন গান 'নেশা' মুক্তি পেতে চলেছে তাড়াতাড়ি। সেই গানের একটা ক্লিপিং শেয়ার করেছেন তিনি।

অমিতাভ বচ্চন : প্রো কবাড্ডি লিগ-এ অভিষেকের টিম 'জয়পুর প্য়ান্থার স্কোয়াড'-কে চিয়ার আপ করেছেন অমিতাভ।

তাপসী পান্নু : তাঁর পরবর্তী ছবি 'ষাণ্ড কি আঁখ'-এর একটা ক্লিপিং শেয়ার করে তাপসী লিখেছেন, "এবারে শুধু কথার গুলি বর্ষণ হবে না।"

অনুপম রায় : সুনীল গাঙ্গুলির এক অসাধারণ কবিতা 'সর্বহারা অবিশ্বাসী' শেয়ার করেছেন অনুপম।

ABOUT THE AUTHOR

...view details