পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - Celebrities tweet today

বছরের প্রথম দিনে তারকারা কী শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ? দেখে নেওয়া যাক..

Celebrities tweet today
Celebrities tweet today

By

Published : Jan 1, 2020, 11:16 PM IST

প্রিয়াঙ্কা চোপড়া : 2019 সালটা কেমন কাটল প্রিয়াঙ্কার ? তার একটা ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী । তাঁর শেয়ার করা ভিডিয়োতে পুরো বছরের টুকরো টুকরো মুহূর্ত ।

অনুপম খের : খুবই মজার ভঙ্গিতে সবাইকে নিউ ইয়ার উইশ করেছেন অনুপম । তাঁর বয়স বাড়লেও তিনি যে এখনও কত যুবক, তা এই ভিডিয়ো দেখেই বোঝা যায় ।

করণ জোহর : তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশেনর ছবি 'গুডনিউজ়' বেশ ভালো উপার্জন করছে বক্স অফিসে । সেই উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট করেছেন করণ ।

সোনালি বেন্দ্রে : নিজের পরিবারের সঙ্গে একটা ছবি দিয়ে বর্ষবরণের শুভেচ্ছা জানিয়েছেন সোনালি বেন্দ্রে ।

ধর্মেন্দ্র : সারা রাত ধরে নাচানাচি আর পার্টি করার পর এবার নতুন বছরের নতুন সকালে উঠে পড়ার পরামর্শ দিয়েছেন ধর্মেন্দ্র ।

ABOUT THE AUTHOR

...view details